চট্রগ্রামে নিখোঁজের তিনদিন পর স্কুল পড়ুয়া ৫ম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার । 572 0
চট্রগ্রামে নিখোঁজের তিনদিন পর স্কুল পড়ুয়া ৫ম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার ।
আরিফুল হাসান, চট্রগ্রাম থেকে
চট্টগ্রামে নিখোঁজের তিন দিন পর এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় খুলশী থানার জালালাবাদ টাওয়ারের হাশেম করপোরেশনের পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।১৩ বছর বয়সী মো: রাসেল স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র, সে জালালাবাদ হাউজিং সংলগ্ন প্রিন্স কলোনীর বাসিন্দা হুমায়ুন কবিরের ছেলে।
নগর পুলিশের সহকারী কমিশনার {বায়েজিদ জোন} পরিত্রাণ তালুকদার জানান, তিন দিন আগে রাসেল নিখোঁজ হয়েছিল,গত {রোববার} তার বাবা খুলশী থানায় জিডি করেন।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, জিডিতে পরিবারের পক্ষ থেকে বলা হয় ,গত ৩১জুলাই২০২০ইং সন্ধ্যায় রাস্তা যাচ্ছে বলে বাসা থেকে বের হয় রাসেল, এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না ।
রাসেলের লাশটি অর্ধগলিত ছিল, এ ঘটনায় একটি হত্যা মামলা হচ্ছে বলে জানান ওসি ।